Tools Limitation & Uptime চেক করার জন্য নতুন System Add করা হয়েছে, Tools Limitations Page এর মধ্যে।
কোন টুলস Active, Down, Unstable, Testing ও এখন OFF আছে সেটা সহজ ভাবে দেখতে পারবেন।

Tools Status Feature Explain

Active Tools

যে সকল টুলস আমাদের Active রয়েছে এবং সার্ভিস দিয়ে যাচ্ছি, সে সকল টুলসের পাসে Active লেখা রয়েছে। এমন ভাব্বেন না ওখানে Active লেখা আছে কিন্তু Access করতে গেলে লগিন পেজ আসে! কেন?
Active মানে হলও ওই টুলসের আমরা সার্ভিস দিচ্ছি,যখন লগিন পেজ / লিমিট বা কোন Error Show হবে, তখন আমাদের জানাবেন, আমরা সেটা Fix & Update করে জানিয়ে দেয়া হবে।
প্রতিটা Tools এর Access Page Instruction + Note দেয়া রয়েছে। Access করার আগে সেটা খেয়াল রাখবেন, Note/Instruction এ কিছু বলা আছে কিনা। যদি লেখা থাকে তাহলে সেটা নিজেই Solve করতে পারবেন।
আর Solve না হলে তো আমরা আছি।

Down Tools

Down বলতে আমরা ওই সকল টুলস কে বুঝাচ্ছি, যেগুলো ২/৩ দিনের বেশি সময় ধরে Off আছে। তখন আমরা সেটাকে Down Tools List এ এড করি। আবার যখন Problem Fix & Update করা হবে। তখন সেটিকে Active List এ Add করা হবে। এক পেজের মধ্যেই সকল বিষয় দেখতে পারবেন,ফলে আপনাদের সময় বাঁচবে।

Unstable Tools

আমাদের টুলস লিষ্টে বেশ কিছু টুলস রয়েছে, যেগুলো সবসময় কাজ করেনা বা সমস্যা না হলে ঠিক ভাবে চলতে থাকে। যেহুতো এই টুলসে সমস্যা হওয়ার চান্স রয়েছে তাই আমরা এটিকে Unstable Cetegory তে রেখে দিয়েছি। অনেকে ভাবতে পারেন Off করে দিলেই তো হয়। যেহুতো আমরা সার্ভিস প্রভাইডার, তাই আমাদের Active রাখার চেষ্টা করতে হয়। সকলের কোন না কোন টুলসের প্রয়োজন পরে। বর্তমানে Running / Necesary Tools গুলোর মধ্যেই বেশি সমস্যা শুরু হয়েছে।

Now Off Tools

কিছু টুলস রয়েছে যেগুলো Account সমস্যা এবং Others কোন কারণে ১ থেকে ২ মাসের বেশি সময় ধরে Down আছে বা তার কম সময়ের মধ্যেও হতে পারে , তখন আমরা সেই টুলসকে Off Tools Cetegory তে এড করে দেই।

Beta/Testing Tools: সবার চাহিদার উপর ভিত্তি করে, অনেক সময় বিভিন্ন টুলস আমাদের সাজেষ্ট করে থাকেন, তখন ওই টুলসটি আমরা Testing Tools এর আন্ডারে একটিভ করার ট্রাই করি, যদি কোন সমস্যা না থাকে তাহলে সেটি পরবর্তী সময়ে Active Tools এর আন্ডারে লাইভ করা হয়,আর যদি সমস্যা রয়ে যায় তখন সেটি Testing Tools হিসাবে থেকে যায়, No Uptime Guarantee Support Testing Type Tools.

Access System Feature Explain

One Click Tools

এই সিস্টেমের টুলস গুলো Access করার জন্য, আপনাকে কোন Extension Install করতে হবে না, Account এ লগিন করে, Dashboard থেকে কাঙ্ক্ষিত টুলস ওপেন করে, Access link এ ক্লিক করলেই কাজ করবে।

Extension Base Tools

এই সিস্টেমের টুলসগুলো ব্যবহার করার জন্য আগে Browser( Chrome/Opera/Brave/Edge ) এর মধ্যে দুইটি Extension Download করে Install করতে হবে। তাহলে আপনি Tools Access করতে পারবেন।
কোন কারণে Extension Remove / Delete হলে Extension Base Tools Open হবে না। Access link এ ক্লিক করার পর ওই পেজে লোড হতে থাকবে, সামনে আর আগাবে না, তখন Kindly Extension Page থেকে চেক করে নিবেন Both Extension Active আছে কিনা।
যদি না থাকে Install করে Active করে নিবেন। Extension Download Link কোথায় পাব?
Don’t Worry আপনার Subscription Active হলে, Video Tutorial দেয়া হবে কিভাবে Install করে Active করবেন।

Limitation Feature

কোন টুলসের মধ্যে কি কি লিমিটেশন রয়েছে, সেটা এখানে লেখা রয়েছে, Click করে Full Overview দেখে নিবেন।
এর বাহিরে আমাদের কোন লিমিটেশন নেই ও নেয়ার পর আপনার কাছ থেকে কোন Extra টাকা চাওয়া হবে না।

Package Access Feature

কোন টুলস কোন কোন প্যাকেজের মধ্যে থাকবে বা পাবেন, সেটা এখান থেকে সহজে দেখে নিতে পারবেন,এর বাহিরে আর কোন প্যাকেজের মধ্যে পাবেন না, চাইলে Single আলাদা ভাবে নিতে পারেন, যদি সেই টুলসটি Active List Category থাকে।


শেষ কথা একটাই, It’s Group Buy Service, so many user use same Account with Our Cloud Base Ai Sytem
যখন কোন টুলসের মধ্যে সমস্যা থাকবে,তখন কিছু সময় দিয়ে আমাদের সহোযোগিতা করবেন,
আমরাও চেষ্টা করি যত দ্রুত সম্ভব সেটা Fix & Update করার।
ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *